ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে মাঠে নামবে লিভারপুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে মাঠে নামবে লিভারপুল। প্রতিপক্ষ সাউদাম্পটন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়।
স্বপ্নের মৌসুম পার করছে লিভারপুল। মাঠের খেলায় দারুন ফর্মে তারা। নিজেদের শেষ ম্যাচে চেলসিকে হারিয়ে জিতেছে এফএ কাপের শিরোপা। এর আগেই নিশ্চিত হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। আর এখনো টিকে আছে প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়ে। এই ম্যাচে জিতলেই ম্যান সিটির সাথে পয়েন্ট ব্যবধান কমে দাড়াবে মাত্র একে। আর হারলে ফিকে হয়ে যাবে লিগ শিরোপা জয়ের স্বপ্ন। তাই প্রতিপক্ষ সহজ হলেও এ ম্যাচে পূর্ন শক্তির দল নিয়েই মাঠে নামবে রেডডেভিল বস ইয়্যুর্গেন ক্লপ। তবে ইনজুরির কারনে এ ম্যাচে দেখা যাবে না দুই লিভারপুল তারকা মোহাম্মেদ সালেহ ও ভার্জিল ফন ডাইককে।