ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে লেস্টারসিটির বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:২৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
- / ১৫৯২ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে লেস্টারসিটির বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।
বিগ ব্যাটেলের জন্য তৈরি ইতিহাদ। দুই সিটির দ্বৈরথে টেবিলের দুইয়ের সাথে তিনের ব্যাটেল। ম্যানসিটি-লেষ্টারের ম্যাচটা অনেকটা এগিয়ে যাবার, আবার পিছিয়ে পড়ার সমর্থক বললেও ভুল হবেনা। দুদলের পয়েন্টের ব্যবধান চার। ১৭ রাউন্ড শেষে টপ লিভারপুল যোজন দূরত্বে এগিয়ে। হাইভোল্টেজ এ ম্যাচ লেস্টারের জন্য দু’নম্বর জায়গাটা আরো পোক্ত করার। বিপরীতে গার্দিওলার দলের লক্ষ্য পয়েন্টের ব্যবধান ৪ থেকে ১-এ নামিয়ে আনার। লিগে পারফরম্যান্সে এখন অব্দি ফক্সরা এগিয়ে। তবুও ফেভারিটের তকমা থাকবে সিটিজেনদের গায়ে। আর মাঠটা তো ইতিহাদ, তাই লেস্টারকে বধ করার ছক কোষবেন জেসুসরা।