ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের বড় জয়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে লিভারপুল। ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-০ গোলের ব্যাবধানে হারিয়েছে অল রেডরা। এ জয়ে ম্যান সিটিকে টপকে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল লিভারপুল।
ঘরের মাঠে শুরু থেকেই অপ্রতিরোধ্য লিভারপুল। ম্যাচের শুরুতেই লিড নেয় ক্লপের শিষ্যরা। পঞ্চম মিনিটে গোল করে লুইজ দিয়াজ। ২২ মিনিটে লিড দ্বিগুণ করে অল রেডরা। সাদিও মানের পাসে দারুন এক গোল করে মোহাম্মদ সালেহ। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় লিভারপুল। বিরতি থেকে ফিরে আরো অপ্রতিরোধ্য ক্লপ শিষ্যরা। ৬৮ মিনিটে লুইজ দিয়াজের ক্রসে গোল করে দলকে ৩-০ ব্যাবধানে এগিয়ে দেয় সাদিও মানে। ১৭ মিনিট পরে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন মহাম্মদ সালেহ। এ জয়ে ৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে লিভারপুল আর এক ম্যাচ কম খেলে ৭৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে সিটি।