ইংল্যন্ডের কাছে ১ রানে হেরেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১০:৫১ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যন্ডের কাছে ১ রানে হেরেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এ ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতায় ফিরলো ইংল্যান্ড।
ব্রিজ টাউনে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ১৭২ রানের বড় টার্গেট দাঁড় করায় ইংল্যান্ড। ৩১ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন ইংলিশ ওপেনার জেসন রয়। এছাড়া মঈন আলি ২৪ বলে ৩১ এবং ক্রিস জর্ডান ১৫ বলে ২৭ রান করেন। দুটি করে উইকেট নেন জ্যাসন হোল্ডার ও ফ্যাবিয়ান অ্যালেন। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত গতিতে উইকেট হারাতে থাকে ক্যারিবিওরা। রোমারিও শেফার্ড আর আকিল হোসেনের মাত্র ২৯ বলে ৭১ রানের অবিশ্বাস্য এক পার্টনারশিপে ম্যাচের উত্তেজনা বেড়ে যায়। শেষ ওভারে প্রয়োজন ছিল ৩০ রানের। ৩ ছক্কা, দুই চার ও ২ ওয়াইডে ২৮ রান সংগ্রহ করে মাত্র ১ রানে ম্যাচ হারে স্বাগতিকরা। মঈন আলি নেন তিন উইকেট।