ইংল্যান্ডে আজ বক্সিং ডে উত্তেজনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ইংল্যান্ডে আজ বক্সিং ডে উত্তেজনা। তবে সেটা ফুটবলে। প্রিমিয়ার লিগের ১৮ দল নামবে আজ। বাংলাদেশ সময় রাত নয়টায় বোর্নমাউথ-আর্সেনাল ম্যাচ। একই সময় মুখোমুখি হবে চেলসি-সাউদাম্পটন ও এভারটন-বার্নলি। রাত সাড়ে ১১টায় ম্যান ইউ’র আতিথ্য দেবে নিউক্যাসলকে।
আররাত দুইটায় লেস্টার সিটি লড়বে লিগ লিডার লিভারপুলের সাথে। মাত্র কদিন আগে ২৪ ঘন্টার মধ্যে দুই মহাদেশে দুই টুর্নামেন্টের দুই ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছে অলরেডদের। লেস্টারের ঘরের মাঠে যাচ্ছে লিভারপুল। কিং পাওয়ার স্টেডিয়ামে এই মৌসুমে অপ্রতিরোধ্য ফ্ক্সরা। একটা ম্যাচও হারেনি তারা। ঘরের মাঠে যদি অপ্রতিরোধ্য হয় লেস্টার, পুরো লিগেই লিভারপুল। লিগে ৩৪ ম্যাচে অপরাজিত জার্গেন ক্লাপের শীষ্যরা। অন্যদিকে, টানা নয় জয়ের পর শেষ ম্যাচে ম্যান সিটির কাছে হেরে শিরোপার রেস থেকে কিছুটা পিছিয়ে পরেছে লেস্টার সিটি।