ইইউ এর সদস্য হতে ইউক্রেন আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে পারবে কিনা, সিদ্ধান্ত আগামী সপ্তাহে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩২:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
- / ১৬১৭ বার পড়া হয়েছে
ইউরোপীয় ইউনিয়ন…ইইউ এর সদস্য হতে ইউক্রেন আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে পারবে কিনা, তা নিয়ে জোটের সিদ্ধান্ত আগামী সপ্তাহের শেষ নাগাদ জানা যাবে।
গতকাল ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন দের লিয়েন এ তথ্য জানিয়েছেন। আকস্মিক সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভে গিয়েছেন তিনি। সেখানে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে জেলেনস্কির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কমিশন প্রধান বলেন, আইনের শাসন শক্তিশালী করার জন্য এখনও সংস্কারের প্রয়োজন রয়েছে। আগামী সপ্তাহের শেষ নাগাদ যদি ইইউ’র সদস্য দেশগুলো ইউক্রেনের আবেদনে সম্মতি জানায়, তারপরও দেশটিকে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এ জন্য শুরুতে জোটের ২৭ সদস্যের সবার সম্মতি প্রয়োজন হবে।