ইউএনওর বাসভবনে হামলার ঘটনায় সৃষ্ট দ্বন্দ্ব নিরসনে জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১১:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
বরিশালে ইউএনওর বাসভবনে হামলার ঘটনায় সৃষ্ট দ্বন্দ্ব নিরসনে জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক হয়েছে। রোববার রাত সাড়ে ৮টা থেকে প্রায় ১১টা পর্যন্ত বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসানের সরকারি বাসভবনে এই বৈঠক হয়।
বৈঠকের সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে, দু’পক্ষই ভুল বোঝাবুঝি নিরসনের লক্ষে এক ধরনের ‘সমঝোতায়’ পৌঁছেছে। রাত ১টার পর বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ দপ্তর থেকেও এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে দু’পক্ষের সমঝোতার খবর। বৈঠক শেষে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর গণমাধ্যমকে বলেন, খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে ওই রাতে সংঘর্ষের ঘটনা নিয়ে সামনের দিনগুলোতে কোনো বাড়াবাড়ি করবে না তারা। মামলাসহ সৃষ্ট জটিলতাও সমাধান করা হবে।