ইউএস ওপেন ও ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন জোকোভিচ
- আপডেট সময় : ১১:৩৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
ইউএস স্ট্রেট সেটে ওপেনে মেদভেদেভকে হারালেন জোকোভিচ। জিতে নিলেন তার ২৪তম গ্যান্ড স্ল্যাম খেতাব।
ফাইনালে প্রত্যাশিত লড়াই দেখতে পাওয়া গেল না মেদভেদেভের কাছ থেকে। জোকোভিচ ৬-৩, ৭-৬(৭-৫), ৬-৩-এ ম্যাচ জিতে নিলেন।
দুই বছর আগে এই মেদভেদেভের কাছে হারতে হয়েছিল জোকোভিচকে। ইউএস ওপেনের ফাইনালে খেলতে নেমেছিলেন জুতোয় ২৩ সংখ্যাটা লিখে। কারণ, তার কাছে তখন ২৩টি গ্র্যান্ড স্ল্যাম ছিল। এবার ২৪ হলো। মার্গারেট কোর্টকে ছুঁলেন তিনি।
মেদভেদেভকে হারানোর পর ২৪ লেখা একটা টি শার্ট পরেন জোকোভিচ। তাতে তার প্রয়াত বন্ধু ও বাস্কেটবল প্লেয়ার কোবি ব্রায়ান্টের ছবি। কোবি ব্রায়ান্ট হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান। তার জার্সির নম্বরও ছিল ২৪। এবাবেই বন্ধুকে স্মরণ করলেন তিনি।
প্রথম সেটে যখন তিনি ৬-৩-এ জিতলেন, তখন কে বলবে তার বয়স ৩৬ বছর। দ্বিতীয় সেটে লড়াই হলো। এক ঘণ্টা ৪৪ মিনিট ধরে লড়াই। সেটাতে জেতার পর তৃতীয় সেট আবার সহজেই ৬-৩ এ জিতলেন জোকোভিচ। এই বছর তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি।
পরে পুরস্কারের মঞ্চে মেদভেদেভের কাছে ক্ষমা চাইলেন জোকোভিচ। কারণ, বিবাহবার্ষিকীর দিন মেদভেদেভকে হারিয়েছেন তিনি। জোকোভিচ বললেন, ”আগে জানতে চাইতাম ম্যাচটা তুমি জিতে নাও।”
ডয়চে ভেলের শীর্ষ সংবাদ