ইউক্রেনের জন্য ৪০ বিলিয়ন ডলারের একটি মার্কিন সহায়তা প্যাকেজ অনুমোদন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
ইউক্রেনের জন্য ৪০ বিলিয়ন ডলারের একটি সহায়তা প্যাকেজের অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ। ৩৬৮-৫৭ ভোটের ব্যবধানে সহায়তা প্যাকেজ বিলের অনুমোদন দিয়েছেন কংগ্রেস সদস্যেরা।
মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনে লম্বা সময় ধরে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সিনেটের আর্মড সার্ভিসেস কমিটিতে এক শুনানিকালে এ কথা বলেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান এভ্রিল হেইনস। এদিকে ইউক্রেন দাবি করেছে, তাদের সেনারা এখন পর্যন্ত ২৬ হাজার রুশ সেনা হত্যা করেছে। এছাড়া ১ হাজার ১৭০টি ট্যাংক ধ্বংস করেছে।
এ ব্যাপারে রাশিয়াও এখনো কোনো মন্তব্য করেনি। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের দাবি অনুযায়ী, রাশিয়া ২ হাজার ৮০৮টি সাঁজোয়া যুদ্ধযান, ৫১৯টি আর্টিলারি সিস্টেম ও ১৮৫টিরও অধিক রকেট লাঞ্চার সিস্টেম হারিয়েছে।