ইউক্রেনের ঝাপোরিজঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রের পাশে রাশিয়ার রকেট হামলা
- আপডেট সময় : ০৯:০৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
ইউক্রেনে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত হতে গণভোটের মধ্যেই ঝাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রের আশপাশে ব্যাপক রকেট হামলার খবর পাওয়া গেছে। হামলার জন্য মস্কোকে দায়ী করেছে কিয়েভ। চলমান যুদ্ধের মধ্যেই ইউক্রেনের এক ইঞ্চি মাটিও ছেড়ে দেয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে যুক্ত হতে ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্কসহ চারটি অঞ্চলে গণভোটের মধ্যেই ঝাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রের আশপাশ এলাকায় চলে দফায় দফায় রকেট হামলা। এতে প্রাণহানির পাশাপাশি ধ্বংস হয়ে যায় সবকিছু। ভয়াবহ এ হামলার জন্য মস্কোকে দায়ী করেছে কিয়েভ। তবে বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ বরাবরের মতো অস্বীকার করেছে রাশিয়া। রুশ বাহিনী হামলা অব্যাহত রাখলেও তাদের প্রতিহত করতে প্রাণপণ লড়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনাবাহিনী। রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা আরও বেশ কয়েকটি অঞ্চল পুনরুদ্ধারের দাবি করে ইউক্রেনের সব অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।