ইউক্রেনের বৃহত্তম জ্বালানি তেলের ডিপো ধ্বংস করেছে রাশিয়া
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ইউক্রেনে অভিযানরত রুশ বাহিনী দেশটির বৃহত্তম জ্বালানি তেলের ডিপো ধ্বংস করেছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ।
কোনাশেনকভ বলেন, ২৪ মার্চ রাতে ইউক্রেনের বৃহত্তম ওই জ্বালানি তেলের ডিপো ধ্বংস করেছে রুশ সেনারা। এই ডিপো থেকে ইউক্রেনের মধ্যাঞ্চলে সেনাদের প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করা হত। তবে রাশিয়ার এই দাবির সত্যতা নিশ্চিত করেনি কিয়েভ। এর আগে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে মাইকোলাইভের একটি তেলের ডিপো ধ্বংস করে রুশ বাহিনী। ক্রিমিয়া এলাকায় একটি বিমান থেকে এ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর ফলে মুহূর্তে ধ্বংস হয়ে যায় ডিপোটি।