ইউক্রেনের মারিউপোল শহরের সেনাদের আত্মসমর্পনে রাশিয়ার আলটিমেটাম
- আপডেট সময় : ০৭:৩৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ইউক্রেনের মারিউপোল শহরের সেনাদের আত্মসমর্পণ করতে আলটিমেটাম দিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনীয় বাহিনীকে মস্কোর স্থানীয় সময় রোববার ভোর ৬টার মধ্যে অস্ত্র ছেড়ে আত্মসমর্পণের প্রস্তাব দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে যারা অস্ত্র সমর্পণ করবে কেবল তাদের জীবনের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে।
এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ান সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার ভ্লাদিমির পেট্রোভিচ ফ্রোলভ নিহত হয়েছেন। কৃষ্ণসাগরের যুদ্ধজাহাজ হারানোর কারণে এবং রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের ‘আগ্রাসনের’ কারণে ক্ষুব্ধ রাশিয়ার সামরিক কমান্ড ইউক্রেনের রাজধানীতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। মস্কোর কর্মকর্তারা বলেছেন, তারা শুধু ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা করছে। প্রকৃত অবস্থা যদিও ভিন্ন। প্রতিদিন হামলায় অসংখ্য বেসামরিক নাগরিক মারা যাচ্ছে। উত্তর-পূর্ব ইউক্রেনের শহর খারকিভের একটি আবাসিক এলাকায় রকেট হামলায় এক শিশুসহ কমপক্ষে ৯ জন মারা গেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।