ইউক্রেনের রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে
- আপডেট সময় : ০৯:৩৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
- / ১৫২৩ বার পড়া হয়েছে
ইউক্রেনের খারকিভে একটি আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। পারমাণবিক শক্তিকেন্দ্রকে ঘিরে ইউক্রেনের উস্কানিমূলক আচরণ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এনিয়ে রাশিয়ার স্থানীয় সময় রাত ১০টা সময় এই বৈঠক হবে বলে জানিয়েছেন পোলইয়ানস্কি।
এরমধ্যে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও তার আশেপাশের এলাকার নিরাপত্তা বিষয়ে আলোচনার জন্য জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার ডেপুটি স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পোলইয়ানস্কি নিরাপত্তা পরিষদকে আহবান করেন। গত সপ্তাহে অঞ্চলটির স্লোবোডস্কি জেলার একটি হোস্টেল ডরমেটরি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।ক্ষেপণাস্ত্র হামলায় ঘটনাস্থলেই ১৯ জনের মৃত্যু হয়। ধ্বংসস্তুপ সরানোর পর নতুন করে আরও ৬টি মরদেহ উদ্ধার করে কর্তৃপক্ষ। ওই ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। গেল ২ সপ্তাহের বেশি সময় ধরে খারকিভে গোলাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। ইউক্রেনীয় বাহিনীর বিভিন্ন ঘাঁটি ছাড়াও বেসামরিক অবস্থান লক্ষ্য করে চলে হামলা। এর আগে অঞ্চলটির গ্যাস ও তেল সরবরাহের পাইপলাইন লক্ষ্য করে মিসাইল হামলা চালানো হয়।