ইউক্রেনের শিশু হাসপাতালে রুশ বোমা হামলায় আহত অন্তত ১৭ শিশু
- আপডেট সময় : ০৪:০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
ইউক্রেনে রুশ সেনাদের বোমা হামলার ঘটনায় অন্তত ১৭ শিশু আহত হয়েছে। যুদ্ধের ১৪তম দিনে মারিওপোল শহরের একটি শিশু হাসপাতালে এ হামলা চালানো হয়। এদিকে, ইউক্রেনে ক্যামিকেল হামলা চালাতে পারে রাশিয়া- এমনটাই ধারণা করছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, যুদ্ধ থামাতে তুরস্কের আন্তালিয়া শহরে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীরা আজ বৈঠকে বসতে যাচ্ছেন।
রুশ-ইউক্রেন যুদ্ধ সহসাই থেমে যাবে– এমনটাই আশা করছিলেন বিশ্লেষকরা। তবে ঘটছে উল্টোটা। একদিকে রুশ আগ্রাসন থেকে রেহাই মিলছে না ইউক্রেনের। অন্যদিকে সমান তালে প্রতিরোধ গড়ে তুলছে কিয়েভও।
বুধবার ইউক্রেনের মারিওপোল শহরের একটি শিশু হাসপাতালে রুশ সেনাদের বোমা হামলার ঘটনায় অন্তত ১৭ শিশু আহত হয়েছে। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ইউক্রেন প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ইউক্রেনের আকাশে অবিলম্বে নো-ফ্লাই জোন কার্যকরের আহ্বান জানিয়েছেন।
ইউনিসেফ জানিয়েছে, দু’সপ্তাহেরও কম সময়ের মধ্যে রুশ হামলায় ইউক্রেনে ৩৭ শিশু নিহত এবং অর্ধ-শতাধিক শিশু আহত হয়েছে।
অন্যদিকে, ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানো নিয়ে মতবিরোধের মধ্যে পোল্যান্ড পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এই সফরে ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানো নিয়ে সরাসরি পোলিশ নেতাদের সঙ্গে আলোচনা হবে তার। এর আগে এ ইস্যুতে মতবিরোধে জড়ায় দুই ন্যাটো মিত্র- পোল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
সাইবার সিকিউরিটি নিয়ে নড়েচড়ে বসেছে ইউক্রেন। রুশ বাহিনী আরও ভেতরে প্রবেশ করলে স্পর্শকাতর তথ্য ও সার্ভার আগেই বিদেশে পাঠানোর প্রয়োজনীয়তা অনুভব করছে ইউক্রেন সরকার।
ইউক্রেন যুদ্ধে শ্যাম রাখি, না কূল রাখি অবস্থা চীনের। রাশিয়া সমর্থক চীন এবার ইউক্রেনকে ৫০ লাখ ইউয়ান বা প্রায় ৮ লাখ ডলারের সহায়তার ঘোষণা দিয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন আরও বাড়তে পারে বলে ধারণা করছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকী বলেছেন, ইউক্রেনে রাসায়নিক ও জৈবিক অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর পরিকল্পনা করছে রাশিয়া।
শান্তি আলোচনায় অংশ নিতে তুরস্কে উপস্থিত হয়েছেন রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীরা। তুরস্কের মধ্যস্থতায় আন্তালিয়া শহরে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৃহস্পতিবার এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর আগে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে তিন দফার শান্তি আলোচনায় তেমন অগ্রগতি না হলেও এবারের আলোচনার মধ্য দিয়ে স্থায়ী যুদ্ধবিরতির দরজা খোলার আশা করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান। তুরস্কের সাথে ইসরাইলও যুদ্ধ বন্ধের মধ্যস্থতা চালাচ্ছে।