ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তির জন্য সুনির্দিষ্ট কিছু দাবি তুলে ধরেছেন পুতিন
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২
- / ১৬৫০ বার পড়া হয়েছে
ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তির জন্য সুনির্দিষ্ট কিছু দাবি তুলে ধরেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতরাতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ফোনালাপে পুতিন তার দাবির কথা জানান।
ফোনে এরদোয়ান তার দেশে দুই দেশের প্রেসিডেন্টের সরাসরি আলোচনায় বসার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, চলমান সংঘাত বন্ধের পথ খুঁজতে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক। দুই প্রেসিডেন্টই ইউক্রেনের সর্বশেষ পরিস্থিতি এবং মানবিক অবস্থা নিয়ে কথা বলেন। এসময় পুতিনকে এরদোয়ান বলেন, স্থায়ী যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদী সমাধানের পথ তৈরি করবে।