ইউক্রেনের ২টি অঞ্চলকে ‘স্বাধীনতার’ স্বীকৃতি দিয়ে ডিক্রি জারি করেছেন পুতিন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
ইউক্রেনের জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলকে ‘স্বাধীনতার’ স্বীকৃতি দিয়ে ডিক্রি জারি করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
জারি করা আদেশে পুতিন বলেন, দক্ষিণ ইউক্রেনের জাপোরিঝিয়া ও খেরসনের সার্বভৌমত্ব ও স্বাধীনতার স্বীকৃতির আদেশ দিচ্ছি। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ডিক্রি জারি করা হয়।
দখলীকৃত ইউক্রেনের লুহানস্ক ও দোনেৎস্ককে রাশিয়ার অন্তর্ভূক্ত করতে প্রস্তুত মস্কো। রেড স্কয়ারে বর্ণিল অনুষ্ঠানের মাধ্যমে রাশিয়ার সাথে সংযুক্তির ঘোষণা দেবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসব অঞ্চলের রুশপন্হি নেতারা রুশ প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন। রুশ অধিকৃত এই ৪ অঞ্চলে তাড়াহুড়ো করে গণভোট আয়োজন করে মস্কো। ভোটে ৯৯ শতাংশ মানুষ রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দিয়েছেন বলে দাবি মস্কোর।