ইউক্রেনে থাকা আমেরিকার সব নাগরিককে শিগগির দেশ ছাড়ার আহ্বান
- আপডেট সময় : ০৫:৫৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫২৭ বার পড়া হয়েছে
রাশিয়ার সামরিক অভিযানের শঙ্কা বেড়ে যাওয়ায় ইউক্রেনে থাকা আমেরিকার সব নাগরিককে শিগগির দেশ ছাড়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে, ইউক্রেন ইস্যুতে এখনও কূটনৈতিক সমাধানে বিশ্বাসী রাশান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
জো বাইডেন বলেন, রাশিয়া যদি ইউক্রেনে হামলা চালায় তবে সেখানে থাকা আমেরিকানদের উদ্ধারের জন্য তিনি সেনা পাঠাবেন না। বাইডেন সতর্ক করে আরও বলেন, এ অঞ্চলের পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। এদিকে ইউক্রেনে হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়ে আসছিল রাশিয়া। কিন্তু ইউক্রেনের সীমান্তে এক লাখেরও বেশি রুশ সেনা অবস্থান করছে। ফলে পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্রের দাবি, যে কোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। এদিকে, ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য হামলার আশংকায় মানবিক সংকট মোকাবিলায় যুক্তরাজ্য এক হাজার সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। অন্যদিকে, ইউক্রেনকে সমুদ্রে প্রবেশে রাশিয়া বাধা দিচ্ছে বলে অভিযোগ তুলেছে কিয়েভ।