ইউক্রেনে নয়, মার্কিন স্কুলগুলোর নিরাপত্তায় অর্থায়নের তাগিদ সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের
- আপডেট সময় : ০২:২২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
ইউক্রেনে সাহায্য পাঠানোর চেয়ে মার্কিন স্কুলগুলোর নিরাপত্তার জন্য অর্থায়নকে অগ্রাধিকার দেয়ার কথা বলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র রাখার পক্ষে আয়োজিত এক সম্মেলনে ট্রাম্প এ মন্তব্য করেন।
হিউস্টনে আগ্নেয়াস্ত্রের পক্ষে থাকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সংগঠন ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের চলমান সম্মেলনে এমন মন্তব্য করেন ট্রাম্প। বলেন, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনে বিলিয়ন বিলিয়ন ডলার সাহায্য হিসেবে পাঠাতে পারে, তাহলে দেশের শিশুদের নিরাপদ রাখতে যেকোনো কিছু করতে পারার সক্ষমতা থাকা উচিত। টেক্সাস অঙ্গরাজ্যের ইউভালডে শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে এক কিশোরের গুলিতে ১৯টি শিশু মারা যাওয়ার তিন দিন পর এমন বক্তব্য দিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট। এ মাসের শুরুতে মার্কিন কংগ্রেস ইউক্রেনে প্রায় চার হাজার কোটি ডলার সামরিক সহায়তা পাঠানোর পক্ষে ভোট দেয়।ডোনাল্ড ট্রাম্প আগ্নেয়াস্ত্র আইন কঠোর করার বিরোধিতা করেছেন। তাঁর মতে, ‘অশুভ’ শক্তির বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে সভ্য মার্কিনিদের আগ্নেয়াস্ত্রের অনুমতি দেয়া প্রয়োজন। স্কুলের নিরাপত্তা নিশ্চিতে প্রতি স্কুলে অন্তত এক জন সশস্ত্র পুলিশ কর্মকর্তা রাখা এবং মেটাল ডিটেক্টরসহ কেবল একটি প্রবেশপথ রাখার প্রস্তাব করেন তিনি।