ইউক্রেনে মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে ‘এম ভি বাংলার সমৃদ্ধি’র নাবিকরা
- আপডেট সময় : ০৮:৪১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
ইউক্রেনের অলভিয়া পোর্টে মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে এম ভি বাংলার সমৃদ্ধি’র নাবিকরা। সামাজিক যোগযোগ মাধ্যমে জীবন বাঁচানোর আকুতি জানাচ্ছেন তারা। আটকে পড়া নাবিকদের উদ্ধারে ইউক্রেনের একটি দল এগিয়ে এলেও, কর্তৃপক্ষের অনুমতি না থাকায় বোট ছাড়তে পারেনি কেউ। তবে, জাহাজের চীফ ইঞ্জিনীয়ার আসিফ ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, বোট ছাড়ার অনুমতি পেয়েছে নাবিকরা।
বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে ইউক্রেনের অলভিয়া বন্দরে বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলা হয়।
হামলার পরপরই জাহাজে আগুন লেগে যায়। এসময় ঘটনাস্থলেই থার্ড ইঞ্জিনীয়ার হাদিসুর রহমান মারা যান।
আটকে পড়া জাহাজে এখনো ২৮ নাবিক রয়েছে বলে জানিয়েছে বিএসসি। বেঁচে থাকার আকুতি জানাচ্ছে তারা।
প্রায় শূন্যের কাছাকাছি তাপমাত্রায় সবাই কাটাচ্ছে মানেবতর জীবন।
ইতিমধ্যে জাহাজ পরিত্যক্ত করে স্থানত্যাগের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।
হাদিসুরের মৃত্যুতে শোক জানিয়েছে রাশিয়া।