ইউক্রেনে যুদ্ধের আশঙ্কা বেড়েই চলছে
- আপডেট সময় : ০৯:২৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
ইউক্রেনে যুদ্ধের আশঙ্কা বেড়েই চলছে। বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় বিদেশীদের অনেকেই নিজ দেশে পাড়ি জমাচ্ছেন। রুশ হামলার আশংকা নিয়ে উত্তেজনা তীব্র হওয়ার প্রেক্ষিতে কিয়েভ সফরে গেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ।
যুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত হয়েছে। প্রায় ১ লক্ষ রুশ সেনা ঘিরে রেখেছে ইউক্রেন সীমান্ত। সরকারি ভাবে কোন মন্তব্য না থাকলেও, বুধবারই রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে এমন গোয়েন্দা রিপোর্টে নড়ে চড়ে বসেছে জার্মান সরকার। পরিস্থিতি নিয়ে কথা বলতে জার্মান চ্যান্সেলর কিয়েভে সফর করেছেন। এরপরই যাবেন মস্কতে।
এদিকে, সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দমিত্রো কুলেবা অভিযোগ, সেনা মোতায়েনের কারণ জানাতে আনুষ্ঠানিক অনুরোধ উপেক্ষা করেছে রাশিয়া।
রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বে টালমাটাল আন্তর্জাতিক তেলের বাজার। রাশিয়া যেকোনো সময় অভিযান চালাতে পারে, যুক্তরাষ্ট্রের এমন সতর্কবার্তার পর আজ বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম দাঁড়িয়েছে গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।
চলমান সংকটে ইউক্রেনকে জার্মানির অস্ত্র সরবরাহ না করার সিদ্ধান্তের সমালোচনা করেছেন জার্মানিতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত আন্দ্রিজ মেলনিক।
এদিকে চলমান উত্তেজানার মধ্যে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস।