ইউক্রেনে সামরিক অভিযানের অজুহাত খুঁজছে রাশিয়া
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
- / ১৫২১ বার পড়া হয়েছে
ইউক্রেনে সামরিক অভিযানের অজুহাত খুঁজছে রাশিয়া। এ লক্ষ্যে চলছে ষড়যন্ত্র। ইউক্রেনকে বেকায়দায় ফেলতে সাজানো হামলা চালানোর পরিকল্পনা করেছে তারা। এমন তথ্য সামনে এনেছেন মার্কিন কর্মকর্তারা।
পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্য হতে মরিয়া ইউক্রেন। তবে এতে নারাজ রাশিয়া। গত বছর শেষের দিক থেকেই ইউক্রেন সীমান্তে লাখো সেনার সমাবেশ ঘটিয়েছে মস্কো। তাদের দাবি, ইউক্রেনকে ন্যাটোভুক্ত করা যাবে না। ইউরোপের পূর্ব দিকে আর বিস্তার ঘটানো যাবে না ন্যাটোর। তবে রাশিয়া বলছে, ইউক্রেনে হামলার পরিকল্পনা নেই তাদের। এরপরও এ ইস্যুতে উত্তপ্ত আন্তর্জাতিক অঙ্গন।
এদিকে ইউক্রেনে অভিযান চালাতে মস্কো যে একটি অজুহাত দাঁড় করানোর পথে হাঁটছে তা অবশ্য একদিন আগেই বলেছিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলাইভান।