ইউক্রেন আক্রমণের নির্দেশ দেয়ার পর মস্কো ২ হাজার ৭৭৮টি নতুন নিষেধাজ্ঞার সম্মুখীন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন– ইউক্রেন আক্রমণের নির্দেশ দেয়ার পর মস্কো ২ হাজার ৭৭৮টি নতুন নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে। এ নিয়ে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৫৩২টিতে।
মস্কোর বিরুদ্ধে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা দিয়েছে সুইজারল্যান্ড- ৫৬৮টি, ইউরোপীয় ইউনিয়ন ৫১৮টি, ফ্রান্স ৫১২টি, কানাডা ৪৫৪টি, অস্ট্রেলিয়া ৪১৩টি, যুক্তরাষ্ট্র ২৪৩টি ও যুক্তরাজ্য ৩৫টি নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসব নিষেধাজ্ঞার মধ্যে ২ হাজার ৪২৭টি বিভিন্ন ব্যক্তির ওপর, ৩৪৩টি প্রতিষ্ঠানের ওপর, ৬টি জাহাজের ও দুটি বিমানের ওপর দেয়া হয়েছে। নিষেধাজ্ঞার কারণে সুইটফ গ্লোবাল ব্যাংকিং সিস্টেম থেকে বাদ পড়েছে রাশিয়া। এছাড়া রাশিয়ার তেল-গ্যাস ও কয়লা আমদানীর ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ান গ্যাস আমদানি দুই-তৃতীয়াংশ কমিয়ে আনছে।