ইউক্রেন ইস্যুতে কূটনৈতিক সমাধানের পথ বেছে নিতে পারে রাশিয়া
- আপডেট সময় : ০২:৩৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
ইউক্রেন ইস্যুতে কূটনৈতিক সমাধানের পথ বেছে নিতে পারে রাশিয়া। তবে মস্কোর দাবির কাছে বিভ্রান্ত হবে না যুক্তরাষ্ট্র। শুক্রবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি ।
সোমবার থেকে শুরু হচ্ছে ইউক্রেন ইস্যুতে সুইজারল্যান্ডের জেনেভায় কূটনৈতিক পর্যায়ের আলোচনা। ব্লিঙ্কেন বলেন, রাশিয়া আবারও বিবাদের জড়ালে তা মোকাবিলায় শক্তি প্রয়োগে প্রস্তুত যুক্তরাষ্ট্র । ইউক্রেন সীমান্তে প্রায় লাখো সেনা মোতায়েন করে রাশিয়া নিজেদের অনৈতিক দাবি বিশ্বের কাছে উপস্থাপন করছে বলেও মন্তব্য করেন ব্লিঙ্কেন। ইউক্রেন ইস্যুতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা দিন দিন বাড়ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই ইস্যুতে একাধিকবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। কিন্তু কোনো কূটনৈতিক সমাধানে এখনো পৌঁছানো সম্ভব হয়নি। দুই দেশের মধ্যকার উত্তেজনা হ্রাসে সোমবার থেকে আলোচনা শুরু হচ্ছে। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শারম্যান ও রুশ সহকারী পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভ আলোচনায় বসবেন।