ইউক্রেন ইস্যুতে দফায় দফায় বৈঠকেও আসছে না কোন সমাধান
- আপডেট সময় : ০৮:০৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
ইউক্রেন ইস্যুতে দফায় দফায় বৈঠকেও আসছে না কোন সমাধান। এ ইস্যুতে বেলারুশের সাথে ১০ দিনের সামরিক মহড়ার অংশ হিসেবে কৃষ্ণসাগর ও আজভ সাগরে আগামী সপ্তায় নৌমহড়া চালাবে রাশিয়। এমন উত্তেজনার মধ্যে অবশেষে মার্কিন নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
ইউক্রেন ইস্যুতে পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনার মধ্যেই প্রতিবেশী দেশ বেলারুশের সাথে বড় ধরনের সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে রাশিয়া। ১০ দিনের মহড়ার অংশ হিসেবে ইউক্রেনের দক্ষিণে অবস্থিত কৃষ্ণসাগর ও আজভ সাগরে আগামী সপ্তাহে নৌমহড়া চালাবে দেশ দুটি।
এরই মধ্যে রাশিয়ার বিরুদ্ধে কৃষ্ণসাগর ও আজভ সাগরে- ইউক্রেনের নৌ যোগাযোগের পথ বন্ধ করে রাখার অভিযোগ তুলেছে কিয়েভ। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা অভিযোগ করেছেন, আজভ সাগর পুরোপুরি দখল করে রাখা হয়েছে। কৃষ্ণসাগরও প্রায় পুরোপুরিভাবে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন করে রেখেছে রুশ বাহিনী। অন্যদিকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী বলেন, দুই সাগরেরই আন্তর্জাতিক পানিসীমা অবরুদ্ধ করে রেখেছে রাশিয়া।
এ সামরিক মহড়ার নিন্দা জানিয়ে ইউক্রেনে অবস্থিত মার্কিন দূতাবাস বলেছে, সমুদ্রপথে ইউক্রেনের সার্বভৌমত্বের ওপর প্রতিবন্ধকতা তৈরি করছে রাশিয়া। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে ইউক্রেনের অর্থনীতি।
এদিকে, বৃহস্পতিবার মার্কিন বিমান বাহিনীর দুটি বি-৫২ কৌশলগত বোমারু বিমান ব্রিটেনে নির্ধারিত ন্যাটো মহড়ার জন্য অবতরণ করেছে। আর মার্কিন নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়তে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
জার্মানির বার্লিনে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বৃহস্পতিবার প্রায় ৯ ঘণ্টা ধরে বৈঠক চললেও কোনো ফলাফল পাওয়া যায়নি। সমঝোতায় পৌঁছুতে পারেনি কোন পক্ষই। যৌথ কোনো চুক্তিও সই হয়নি। তবে বার্লিনে ওই আলোচনার পর ইউক্রেনের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ জানান, উভয় পক্ষই আরো আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে।