ইউক্রেন ছেড়ে পালিয়েছে ৬০ লাখের বেশি মানুষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
রাশিয়ার আগ্রাসনের পর থেকে ৬০ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা এ তথ্য জানিয়েছে। টানা এক মাস ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা চলার পর ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালায়।
বৃহস্পতিবার জাতিসংঘের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ১১ মে পর্যন্ত ইউক্রেন থেকে পালিয়েছে ৬০ লাখ ২৯ হাজার ৭০৫ জন মানুষ। সংস্থাটি আরও জানায়, সবচেয়ে বেশি মানুষ আশ্রয় নিয়েছে প্রতিবেশী দেশ পোল্যান্ডে। শরণার্থীদের ৯০ শতাংশই নারী ও শিশু বলে জানা গেছে। গত মার্চ মাসে দেশ ছেড়েছিল ৩৪ লাখ ইউক্রেনীয়। এপ্রিলে দেশ ছাড়ে ১৫ লাখ মানুষ। মে মাসের শুরু থেকে, প্রায় ৪ লাখ ৯৩ হাজার ইউক্রেনীয় বিদেশে আশ্রয় চেয়েছে এবং জাতিসংঘের অনুমান এ বছর ৮০ লাখের বেশি মানুষ ইউক্রেন থেকে পালিয়ে যেতে পারে।