ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি মন্থর হবে বলে আইএমএফ’র পূর্বাভাস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি মন্থর হবে বলে পূর্বাভাস দিচ্ছে আইএমএফ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্বজুড়ে নেতিবাচক অর্থনৈতিক প্রবণতা বাড়িয়ে তুলেছে।
বাণিজ্য ব্যাহত হয়েছে এবং জ্বালানি ও খাদ্যের মূল্য বেড়ে গেছে। গতকাল এক প্রতিবেদনে এই তথ্য দিয়ে আইএমএফ বলছে, এ বছর শতকরা ৩ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হবে। গত বছর ছিল ৬ দশমিক ১ শতাংশ। এর আগে সংস্থাটির এ বছরের প্রবৃদ্ধির প্রাথমিক পূর্বাভাস ছিল ৪ দশমিক ৪ শতাংশ।আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্টের মুখবন্ধে লিখেছে, মহামারির কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক পতনের পর আবারও যে সামান্য প্রবৃদ্ধি দেখা দিয়েছিল, এ যুদ্ধের কারণে র অনেকাংশেই তা গায়েব হয়ে যাবে।’ এছাড়া যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপের অর্থনীতির গতিও মন্থর হবে বলে ধারণা করা হয়েছিল।