ইউক্রেন সংকট নিয়ে জেনেভায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনাকে ইতিবাচক ভাবে দেখছে মস্কো
- আপডেট সময় : ০১:৪৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
ইউক্রেন সংকট নিয়ে জেনেভায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনাকে ইতিবাচক ভাবে দেখছে মস্কো। যদিও এর আগে সোমবার জেনেভার আলোচনায় কোনো অগ্রগতি হয়নি, তবে দুপক্ষই এবিষয়ে সংলাপে রাজি হয়েছে।
ইউক্রেন-রাশিয়ার সীমান্তে উত্তেজনার মধ্যেই উচ্চস্তরের এ আলোচনা হয়েছে। ইউক্রেনের সীমান্তে সেনা মোতায়েন থাকা সত্ত্বেও মস্কো আলোচনার সময় আক্রমণ পরিকল্পনার বিষয়টি অস্বীকার করে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সংকট নিয়ে রাশিয়া, ফ্রান্স ও জার্মানির সঙ্গে নতুন করে শীর্ষ সম্মেলনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সংকটের সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া উচিত। জেনেভা আলোচনায় ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য পাঠানোর বিষয়ে কঠোর অবস্থান তুলে ধরেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানান, চলতি সপ্তাহের কূটনৈতিক আলোচনা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য গুরুত্বপূর্ণ। যদি রাশিয়া ইউক্রেনে আবার আগ্রাসন চালাতে চায়, তবে এর জন্য তাদের চরম মূল্য দিতে হবে।