ইউনাইটেড হাসপাতালে আগুনে পুড়ে মৃত্যুঃ ১ কোটি ২০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ হাইকোর্টের
- আপডেট সময় : ০৮:৪৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আগুনে পুড়ে মারা যাওয়া ৪ জনের পরিবারকে ৩০ লাখ টাকা করে ১ কোটি ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ১৫ দিনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে এ টাকা পরিশোধ করতে বলা হয়েছে।
সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই ঘটনায় মারা যাওয়া মনির হোসেনের পরিবার ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা করায় তার ক্ষতিপূরণ বিষয়ে কোনো আদেশ দেয়নি আদালত। এর আগে গত ২৯ জুন আগুনে পুড়ে মারা যাওয়া ৫ ব্যক্তির আত্মীয়-স্বজনের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে সমঝোতা করার নির্দেশ দেয় হাইকোর্ট। ১২ জুলাইয়ের মধ্যে তাদের সমঝোতায় আসতে বলা হয়। নিহত সব পরিবারের সঙ্গে সমঝোতা না করায় হাইকোর্ট বুধবার এ আদেশ দিলেন। গত ২৭ মে রাতে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে পুরনো এসি বিস্ফোরণের আগুনে পাঁচ জনের মৃত্যু হয়। এই ইউনিটের কোনো অনুমোদন ছিল না।