ইউনিয়ন পরিষদ নির্বাচনে থামছেই না সহিংসতা
- আপডেট সময় : ০৪:২৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
ইউপি নির্বচানকে ঘিরে থামছেই না সহিংসতা। ভোলার ভেদুরিয়ায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। হবিগঞ্জ ও টাঙ্গাইলে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছে ৬০জন। এছাড়া, মুন্সীগঞ্জে ৬ সমর্থক গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।
ভোলার ভেদুরিয়ায় দুই মেম্বার প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, গেলরাতে ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী সিরাজ উদ্দিনের কর্মীরা প্রতিপক্ষ নুরুল ইসলামের নির্বাচনী অফিস ভাঙচুর করে। পরে, দফায় দফায় হামলা ও ভাঙ্চুরের ঘটনা ঘটে আহত ৩০ জনের মধ্যে ২২ জনকে ভোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকড়ি ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ১৫০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ। এসময় বাড়ি ঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পুলিশ জানায়, চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন সুমন ও ফয়ছল মোল্লার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়। এতে ১১ জন পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক লোক আহত হয়।
টাঙ্গাইলের ঘাটাইলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় চারটি মোটর সাইকেল ভাংচুর ও অগ্নিংযোগ করা হয়। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, লোকেরপাড়া ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহিদুল হক মিলনের মিছিলে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা হামলা চালায়।
এদিকে, মুন্সীগঞ্জের গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নে প্রচারণার সময় নৌকা সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৬ সমর্থক গুলিবিদ্ধসহ আহত হয়েছে ১০ জন। গেলরাতে ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।