ইউপি নির্বাচনের আগ মুহুর্তে বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধপথে আসছে আগ্নেয়াস্ত্র
- আপডেট সময় : ০১:৪৫:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
ইউপি নির্বাচনের আগ মুহুর্তে বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধপথে আসছে আগ্নেয়াস্ত্র। বিজিবির হাতে ধরা পড়েছে অস্ত্রের বড় চালানও। এরইমধ্যে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে একজন জনপ্রতিনিধিকে। এমন- পরিস্থিতিতে যশোর সীমান্তজুড়ে বাড়ানো হয়েছে নজরদারি।
বেনাপোলের সাথে ভারতের সীমান্ত প্রায় ১০১ কিলোমিটার। এ সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে অস্ত্র ও মাদক পাচারের ঘটনা দীর্ঘদিনের। তবে স্থানীয়রা এখন বলছেন, ইউপি নির্বাচন ঘনিয়ে আসায় আধিপত্য বিস্তারে ভারত থেকে আসছে আগ্নেয়াস্ত্র। অবৈধপথে আসা এসব অস্ত্রের চালান নিয়ে শংকার কথাও জানিয়েছেন তারা।
শার্শা উপজেলার পুটখালী সীমান্তে গেল ৩০অক্টোবর ৯টি পিস্তল, ৪৯ রাউন্ড গুলি ও ১৯টি ম্যাগাজিনসহ এক ইউপি সদস্যকে আটক করে রেব। আর ১টি ওয়ান শুটার গান, দুটি বিদেশী পিস্তল ও ৪ রাউন্ড গুলি জব্দ করে বিজিবি ২১ ব্যাটেলিয়ন। এমন পরিস্থিতি ভাবিয়ে তুলেছে জনপ্রতিনিধিদেরও।
তবে বিজিবি বলছে, সীমান্ত সুরক্ষায় বাড়ানো হয়েছে নজরদারি। আর রেব জানিয়েছে, সীমান্তে সচেতনতা বাড়ানোর পাশা-পাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। গত এক বছরে ৪৯ বিজিবি ১৩টি পিস্তল ৬০ রাউন্ড গুলি ও ২৪ টি ম্যাগজিন জব্দ করেছে।