ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় পাবনা, ও গাইবান্ধায় গতকাল আরো দুইজন নিহত
- আপডেট সময় : ০২:১৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
চতুর্থ ধাপে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় পাবনা, ও গাইবান্ধায় গতকাল আরো দুইজন নিহত হয়েছে।নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে সাতক্ষীরায়।
পাবনার হেমায়েতপুর ইউনিয়নে নৌকার পরাজিত প্রার্থী মঞ্জুরুল তার কর্মী-সমর্থকদের নিয়ে নাজিরপুর হাটপাড়া বাজারের চায়ের দোকানে আড্ডা দেয়ার সময় হামলা হয়। আরেক পরাজিত প্রার্থী তারিকুলের ছেলে ইমরান বেশকিছু লোকজন নিয়ে এসে অতর্কিত গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান শামীম। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জের হরিরামপুরে নির্বাচন পরবর্তী হামলায় পরাজিত ইউপি সদস্য নিহত হয়েছেন। নিহতের স্বজনরা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় নব নির্বাচিত ইউপি সদস্য ফিরোজের মিছিল থেকে পরাজিত মেম্বার প্রার্থী শাহারুলের কর্মীদের ওপর হামলা করে। কর্মী উদ্ধারে পাল্টা হামলা চালায় প্রতিপক্ষ। এসময় মারধরে জ্ঞান হারান শাহারুল। হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।
সাতক্ষীরার ঈশ্বরীপুর ইউনিয়নে নৌকা ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ৫ জানুয়ারির ইউপি নির্বাচনের প্রচারণায় দুই প্রার্থীর কর্মী-সমর্থকরা মিছিল বের করে। বংশীপুর বাস স্ট্যান্ডে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।