ইউরোপা লিগের ফাইনালে ফ্রাঙ্কফ্রুট ও রেঞ্জার্স
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
ইউরোপা লিগের ফাইনালে জার্মান ক্লাব ফ্রাঙ্কফ্রুট ও স্কটিশ ক্লাব রেঞ্জার্স। সেমিফাইনালের দ্বিতীয় লেগে ওয়েস্ট হামকে ১-০ গোলে হারিয়েছে ফ্রাঙ্কফ্রুট। আর লেইপজিগের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে রেঞ্জার্স।
ঘরের মাঠে শুরুতেই এগিয়ে যায় রেঞ্জার্স। গোল করেন জেমস টাভের্নিয়ার। ৬ মিনিট পরই লিড দিগুণ করে স্বাগতিকরা। স্কট রাইটের পাসে গোল করেন গ্লেন কামারা। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় রেঞ্জার্স। বিরতি থেকে ফিরে ব্যবধান কমায় লেইপজিগ। ৭০ মিনিটে গোল করেন ক্রিস্টোফার কনকু।১০ মিনিট পরে জন ল্যান্ডস্ট্রামের গোলে আবার ব্যবধান বাড়ায় রেঞ্জার্স। ম্যাচের বাকি সময়ে আর গোল না হলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জিওভানির শিষ্যরা। নিশ্চিত হয় ফইনাল। এদিকে রাফায়েল সান্তোসের একমাত্র গোলে ওয়েস্ট হামকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ফ্রাঙ্কফ্রুট।