ইউরোপা লিগের শেষ আট থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা
- আপডেট সময় : ০৪:৫৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
ইউরোপা লিগের শেষ আট থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ফ্রাঙ্কফুর্টের কাছে ৩-২ গোলে হেরেছে কাতালানরা।
ঘরের মাঠে বলের দখলে এগিয়ে ছিল বার্সা। ৭৫ শতাংশ বল দখলে ছিল জাভি হার্নান্দেজের শিষ্যদের। তবে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ফ্রাঙ্কফুর্ট। পেনাল্টি থেকে গোল করেন ফিলিপ কোস্তিচের। বিরতিতে যাওয়ার আগে ম্যাচের ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফ্রাংকফুর্ট। ৬৭ মিনিটে কোস্তিচের দ্বিতীয় গোলে ব্যবধান ৩-০ করে জার্মান ক্লাবটি। তবে অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে বার্সার হয়ে ব্যবধান কমান সার্জিও বুসকেটস। এরপর অতিরিক্ত সময়ের শেষ মিনিটে ডি-বক্সে ফাউলের শিকার হন লুক ডি জং। সফল স্পট কিক থেকে গোল করে ব্যবধান কমান এই বার্সা স্ট্রাইকার। তবে শেষ দিকের এই দুই গোল কাজে আসেনি বার্সার। দুই লেগ মিলে ৪-৩ ব্যবধানে এগিয়ে থেকে সেমির টিকিট নিশ্চিত করেছে ফ্রাঙ্কফুর্ট।