ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তে প্রমানিত হয়, দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই : ফখরুল
- আপডেট সময় : ০১:৫৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬২১ বার পড়া হয়েছে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তে প্রমানিত হয়, দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। তিনি বলেন, বিএনপি নয়, দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে, আওয়ামী লীগই ক্ষমতায় যেতে বিদেশীদের কাছে ধরনা দিচ্ছে। রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। জোর করে ক্ষমতায় থাকতে সরকার জনগণকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয় সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্তে পূর্ব ঘোষিত চলমান আন্দোলনের কর্মসূচির কিছু পরিবর্তনের কথা জানান তিনি।
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, আওয়ামী লীগ শুধু গণতন্ত্রই ধ্বংস করেনি, পুরো রাষ্ট্রকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে গেছে। সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে বিচার বিভাগকে একটি অনুষঙ্গ হিসেবে ব্যবহার করছে।
তিনি বলেন বিএনপি নয় দেশের স্বার্থে বিকিয়ে দিয়ে আওয়ামী লীগই ক্ষমতায় থাকতে বিদেশীদের কাছে ধরনা দিচ্ছে।
জোর করে ক্ষমতায় থাকতে সরকার জনগণকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।