ইউরোপীয় ইউনিয়ন আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে কি না, সিদ্ধান্ত নেবে উচ্চ প্রতিনিধিদল
- আপডেট সময় : ০১:২৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
- / ১৫৮২ বার পড়া হয়েছে
ইউরোপীয় ইউনিয়ন আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে কি না সেটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল সিদ্ধান্ত নেবে। তবে তারা আগামী ভোটের পরিবেশ নিয়ে নানা পক্ষের সাথে কথা বলছেন। সরকার তাদেরকে আন্তরিকভাবে গ্রহণ করেছে বলে জানান ইইউ প্রতিনিধি দলের প্রধান শেলোরি রিকার্ডো।
এর আগে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিষয়ক অনুসন্ধানী দল। বেলা ১১টায় ইসির সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্যান্য কমিশনারের নেতৃত্বে কমিশনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। ইউরোপীয় ইউনিয়নের পাঁচ সদস্যের প্রতিনিধির দলের নেতৃত্বদেন শেলোরি রিকার্ডো। নির্বাচন কমিশনের আমন্ত্রণে আসা আগামী ২৩ জুলাই পর্যন্ত ইইউ প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর কার্যালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতা, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে করবে। ইইউ’র পর্যবেক্ষণ দলটি দুই সপ্তাহ অবস্থান করে বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। তাদের সুপারিশের ওপর ভিত্তি করেই ইইউ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।