ইউরোপে গ্যাসের দাম না কমানো হলে আগামী পাঁচ থেকে দশটি শীত খুব কষ্টে কাটবে : বেলজিয়ামের জ্বালানি মন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
ইউরোপে গ্যাসের দাম না কমানো হলে আগামী পাঁচ থেকে দশটি শীত খুব কষ্টে কাটবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বেলজিয়ামের জ্বালানি মন্ত্রী টিন্নে ভানদের স্ট্রেইটেন।
ইউরোপে গ্যাসের দাম কমানোর আহ্বান জানিয়ে এক টুইট বার্তায় তিনি বলেন, গ্যাসের দাম যেন আর না বাড়ে তার জন্য পুরো ইউরোপে কাজ করতে হবে। গ্যাসের দাম কমানোর জন্য অবশ্যই কোন বিকল্প উৎস খুঁজে বের করতে হবে। গত ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই ইউরোপের দেশগুলোতে জ্বালানির দাম বাড়ছে। ইউক্রেনে হামলার প্রতিবাদে রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানি কমানোর কারণেই এমনটি হচ্ছে বলে জানানো হয়। গ্যাসের দাম বাড়ার কারণে বাড়ছে বিদ্যুৎ উৎপাদন খরচ। ফলে আশংকাজনকভাবে বাড়ছে বিদ্যুতের দাম।