ইউরোপে পাচারের ৭২ ভাগই নারী ও শিশু
- আপডেট সময় : ০৮:৫৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
- / ১৫২৫ বার পড়া হয়েছে
ইউরোপে পাচারের ৭২ ভাগই নারী ও শিশু। প্রতিবছর এ খাত থেকে প্রায় ২৮ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে অবৈধ মানব পাচারকারিরা। উদ্বেগজনক এমন তথ্য জানিয়ে, ইইউ প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, অবৈধ মানবপাচার রোধে বাংলাদেশের অগ্রগতি সন্তোষজনক। তবে ভিন্নমত জানিয়ে অভিবাসন বিশেষজ্ঞ শরিফুল ইসলাম হাসান জানান, বিচারহীনতার সংস্কৃতি এবং সচেতনতার অভাবে বাড়ছে ঝুঁকিপূর্ণ পথে মানবপাচার।
স্বপ্নপূরণের এই যাত্রা মরণযাত্রায় পরিনত হলেও থামছে না ঝূঁকিপূর্ন মানব পাচার। সেইভ দ্য চিলড্রেনের হিসেবে প্রতিবছর প্রায় ১ লাখ বাংলাদেশী নারী বিদেশে পাচার হয় । যাদের গন্তব্য ভারত, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশ।
এমন বাস্তবতায় প্রমোটিং মাল্টিলেটারাল কো অপারেশন টু প্রিভেন্ট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড মাইগ্রেন্ট স্মাগলিং শীর্ষক সেমিনারের আয়োজন করে বিস্।
এসময় অবৈধ মানবপাচার নিয়ে নিজের উদ্বেগের কথা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি।
পাশপাশি মানবপাচার রোধে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন তিনি।
তবে ভিন্নমত জানিয়ে অভিবাসন বিশেষজ্ঞ বলেন, মানব পাচার রোধে বড় বাধা বিচারহীনতার সংস্কৃতি।
ঝূঁকিপূর্ণ অভিবাসন রোধে জনসচেতনার কোন বিকল্প নেই বলেও মত দেন তিনি।