ইউরো ফুটবল বাছাইয়ে রাতে মাঠে নামবে স্পেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৫:০১ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
ইউরো ফুটবল বাছাইয়ে রাতে মাঠে নামবে সাবেক চ্যাম্পিয়ন স্পেন। তাদের প্রতিপক্ষ রুমানিয়া। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে দু’টায়।
এবারের ইউরো বাছাইয়ে দারুণ ছন্দে রয়েছে স্প্যানিশরা। গ্রুপ ‘এফ’ এ শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে তারা। টুর্নামেন্টের চূড়ান্ত পর্বটা বেশ আগেই নিশ্চিত হয়েছে স্পেনের। একদিন আগেই, মাল্টাকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে সাবেক চ্যাম্পিয়নরা। গ্রুপে পর্বে স্পেন শীর্ষে থেকেই চূড়ান্ত পর্বে খেলবে। তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচটাতেও স্বাভাবিকভাবে জয়ের ধারাটা ধরে রাখতে চাইবে স্প্যানিশরা। ৯ ম্যাচে ৭টাতে জয় এবং দুটি ম্যাচে ড্র করেছে স্পেন। এখনো কোন ম্যাচে হারেনি তারা। এই গ্রুপ থেকে চূড়ান্ত পর্ব নিশ্চিত করা অপর দেশটি হলো সুইডেন। তবে প্রতিপক্ষ রুমানিয়ার চূড়ান্ত পর্বে খেলার কিছুটা আশা রয়েছে। প্লেঅফ খেলার যোগ্যতা অর্জন করেছে রুমানিয়া।