‘ইএফডিএমএস’ সরকারের রাজস্ব আহরণকে আরও গতিশীল করবে : অর্থমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
- / ১৬০২ বার পড়া হয়েছে
ভ্যাট আদায়ে ইলেক্ট্রনিক ফিসক্যাল ডিভাইস ম্যানেজমেন্ট সিস্টেম- ‘ইএফডিএমএস’– সরকারের রাজস্ব আহরণকে আরও গতিশীল করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। দুপুরে আগারগাঁয় এনবিআরের ইএফডিএম সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, পুরো বিশ্ব এখন যন্ত্রের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে কর আদায় করছে। আয়কর ও ভ্যাটের আওতা বাড়ানোর সাথে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের কথাও জানান অর্থমন্ত্রী। এসময় হয়রানিমুক্তভাবে ভ্যাট দেয়ার ব্যবস্থা দ্রুত সম্প্রসারণের আহ্বান জানায়, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
রাজস্ব আদায়ে সরকারের বড় হাতিয়ার “ভ্যাট”। ২০১২ সালের ভ্যাট আইনে অটোমেশন বা যান্ত্রিক পদ্ধতিতে ভ্যাট আদায়ের কথা থাকলেও, এখন পর্যন্ত তা সম্ভব হয়নি। অবশেষে ঢাকায় এনবিআর ভবনে, বেসরকারি অংশীদারীত্বের ভিত্তিতে ভ্যাট আদায়ে ইএফডিএসএস পদ্ধতির উদ্বোধন করা হলো।
অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান জানান, ভ্যাট-ট্যাক্স ব্যবস্থাপনাকে সরকার দ্রুত ডিজিটালাইজ করছে। অটোমেশনের ফলে খুচরা পর্যায়েও ব্যবসায়ীরা একদিকে হয়রানিমুক্তভাবে ভ্যাট দিতে পারবে, অন্যদিকে বাড়বে সরকারের রাজস্ব।
অর্থমন্ত্রী জানান, পুরো বিশ্ব এখন অটোমেশনের পথে হাঁটছে। কর কর্মকর্তাদের সাক্ষাৎ ছাড়াই যন্ত্রে কর আদায়ের ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরো বাড়বে।
প্রাথমিক অবস্থায় ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রামের তিন লাখ ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডিএমএস মেশিন বসানো হবে। এসময় ভ্যাটের হার ও জটিলতা কমানোর আহ্বান জানান, ব্যবসায়ী নেতারা।