ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন ও লাইকি বাংলাদেশের যৌথ উদ্যোগে ইফতার বিতরণ

- আপডেট সময় : ১১:৪৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
রমজান মাস মুসলিম সম্প্রদায়ের জন্য অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ একটি সময়। এই মাসে সিয়াম বা রোজা পালনের মাধ্যমে আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতির চেষ্টা করা হয়। আমাদের সমাজে নানান শ্রেণীপেশার মানুষের বাস, অনেকেরই হয়তো এই রমজানে নিজ নিজ পরিবারের সাথে ইফতার করার সুযোগ হয়ে ওঠেনা অথবা কারো হয়তো সেই সামর্থ্য নেই যে সারাদিন রোজা রাখার পর ভালো কোনো খাবার খেয়ে ইফতার সম্পন্ন করবে।
সমাজের সেইসব সুবিধাবঞ্চিত মানুষের কথা চিন্তা করে তাদের মুখে হাসি ছড়িয়ে দিতে এই রমজানে ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন (IGF) লাইকি বাংলাদেশের সহযোগিতায় ঢাকা শহরের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতার বিতরণের জন্য “ব্লেসড ইফতার” নামে একটি বিশেষ কর্মসূচী হাতে নিয়েছে। এই কর্মসূচীর মাধ্যমে ঢাকা শহরের বিভিন্ন কর্মব্যাস্ত এলাকাগুলোতে ইফতারের পূর্বমুহুর্তে ইফতার বিতরনের কাজ করে যাচ্ছে ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক এবং লাইকি বাংলাদেশের প্রতিনিধিগণ।
এই উদ্যোগের মাধ্যমে মিরপুর, বিজয় সরনি, ভাসানটেক, উত্তরা এবং মোহাম্মদপুরসহ ঢাকার বিভিন্ন এলাকায় ইফতার বিতরণ করা হয়েছে, যাতে সাধারণ মানুষ তৃপ্তির সাথে ইফতার সম্পন্ন করতে পারেন। এই কর্মসূচির আলোকে ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন দ্বারা পরিচালিত স্কুল ইগনাইট স্কুল যেখানে সুবিধাবঞ্চিত সাধারণ ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা প্রদান করা হয়, সেসব শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
এই রমজানে ব্লেসড ইফতার কর্মসূচীর মাধ্যমে হাজার হাজার সুবিধাবঞ্চিত পরিবার, দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক এবং অর্থনৈতিক সংকটে থাকা মানুষদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন এবং লাইকি বাংলাদেশের স্বেচ্ছাসেবকরা এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সহযোগিতার বার্তা ছড়িয়ে দিয়েছেন।
ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনের রমজান মাসজুড়ে ব্লেসড ইফতার কর্মসূচি ছাড়াও আরো কিছু উদ্যোগ গ্রহন করা হয়েছে যার মধ্যে প্রজেক্ট সাবলম্বি অন্যতম, এই প্রকল্পের মাধ্যমে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষদের জন্য টেকসই জীবিকার সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন।
ইফতার বিতরণ কর্মসূচি রমজানে তাৎক্ষণিক সহায়তা প্রদান করলেও, প্রজেক্ট সাবলম্বি দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্যে কাজ করে। এই প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষদের দক্ষতা বৃদ্ধি ও সম্পদ প্রদান করে কর্মসংস্থানের ব্যাবস্থা করে থাকে, যাতে তারা তাদের আর্থিক অবস্থার উন্নতি করতে পারে।
ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন একটি অলাভজনক সংস্থা হিসেবে মানসম্পন্ন শিক্ষা, দুর্যোগ সহনশীলতা এবং যুব উন্নয়নের মা্সম্পন্নসামজের বিভিন্নক্ষত্রে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। সামাজিক কল্যাণ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতিশ্রুতির সাথে ইগনাইট বাংলাদেশের প্রান্তিক মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।