ইছামতী নদীর পানি কমলেও কমছে না নদী পারের ভাংগন কবলিত মানুষের চোখের পানি
- আপডেট সময় : ০২:১২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের পদ্মার শাখা টঙ্গীবাড়ীর গোরগঞ্জ-ইছামতী নদীর পানি কমলেও কমছে না নদী পারের ভাংগন কবলিত মানুষের চোখের পানি। প্রতিনিয়তই নদীতে বিলিন হচ্ছে একের পর এক ঘরবাড়ী ও স্থাপনা। নদী ভাংগনের কবলে পড়ে দিশেহারা টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের তস্তীপুর, শিলিমপুর, মির্জানগর, কাইচাইল, সুবচনীসহ বেশ কয়েকটি গ্রামের হাজারো পরিবার।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের নদী তীরবর্তী গ্রামগুলোতে ভাংগন দেখা দিয়েছে। ভাংগন আতংকে রাত কাটছে গ্রামের হাজারো পরিবারের। এলাকাবাসীর অভিযোগ নদীতে প্রভাবশালীরা অবৈধভাবে বালু উত্তলোন ও প্রতিনিয়ত বলগেট চলাচল করায় ভাংগনের মাত্রা আগের তুলনায় বেড়েছে। হুমকির মুখে রয়েছে মসজিদ, মাদ্রাসা, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, কোল্ড স্টোর, বাজার ও বিভিন্ন স্থাপনাসহ নদী তীরবর্তী গ্রামের বাড়ী-ঘড়।
আপদকালীন ব্যবস্থা হিসেবে তস্তীপুরে ১৭৫ মিটার এলাকায় ৬ হাজার ৪শ’ ৩৯ বস্তা জিওব্যাগ ফেলে ভাংগনের কবল থেকে রক্ষা করার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এ কর্মকর্তা।
ক্ষতিগ্রস্তদের দাবী-ভাংগন কবলিত এলাকা গুলোতে জরুরী ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করলেই ভাংগনের হাত থেকে রক্ষা পওয়া যাবে বলে জানালেন এই কর্মকর্তা। ভাঙ্গনরোধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।