ইটভাটায় নষ্ট হওয়া জমির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ইটভাটায় নষ্ট হওয়া জমির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং কৌশল বিষয়ক কর্মশালা ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ কনফারেন্স হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, ইট তৈরৗ করার জন্য কৃষি জমির উপর থেকে মাটি কেটে নেয়ার ফলে জমির উর্বরতা ব্যাপকভাবে নষ্ট হয়ে উৎপাদন ক্ষমতা হ্রাস পাচ্ছে। এতে জমির উর্বরতা নষ্ট হচ্ছে। বিভিন্ন জৈব উপাদান যেমন: কুইক কম্পোস্ট, ছাই, ও সবুজ সার ইত্যাদি ব্যবহার করে জমির উর্বরতা ফিরিয়ে এনে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। জমির উর্বরতা পুনরুদ্ধারের জন্য বায়োটেকনোলজি এন্ড বায়োলজিক্যাল সায়েন্সেস রিসার্চ কাউন্সিল ইউকে এর অর্থায়নে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুইন্স ইউনিভার্সিটি, বেলফাস্ট এর যৌথ উদ্যেগে একটি গবেষণা প্রকল্প চলছে বলেও জানান তারা।