ইডেনের সাবেক অধ্যক্ষ মাহফুজা হত্যা মামলায় দুই গৃহকর্মীর মৃত্যুদণ্ড
- আপডেট সময় : ০৭:৪৮:২৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী হত্যা মামলায় দুই গৃহকর্মী- রেশমা ও স্বপ্নাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে অলঙ্কার ও অর্থ চুরির অপরাধে উভয় আসামীকে আরো ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। সকালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামারুজ্জামান এ আদেশ দেন। আলোচিত এই হত্যা মামলার রায়ে গৃহকর্মী নিয়োগে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়ে ৬ দফা সুপারিশ দেয় আদালত। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হলেও আপিলের সিদ্ধান্ত জানায় আসামীপক্ষ।
গেল বছর ১০ ফেব্রুয়ারি নিজ বাসায় গৃহকর্মীর হাতে নির্মমভাবে খুন হন ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা পারভীন চৌধুরী।
রোববার রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালতে হাজির করা হয় দুই আসামী গৃহকর্মী স্বপ্না ও রেশমা। আদালতে হাজির হন নিহত মাহফুজার ছোট বোন ইয়াসমীন চৌধুরী ও ছেলে সানিয়াতসহ স্বজনরা। আইনজীবীরা জানান, এই মামলার ৩৪ সাক্ষীর মধ্যে আদালতে সাক্ষ্য দেন ২৭ জন। আর ৩০ সেপ্টেম্বর উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে রায়ের জন্য দিন ঘোষণা করে আদালত।
দুপুর ১টায় শুরু হয় রায় ঘোষণা। আসামীদের হত্যাকে নির্মম ও পৈশাচিক উল্লেখ সর্বোচ্চ সাজা দেয় আদালত।
রায়ে গৃহকর্মী নিয়োগে সবাইকে সতর্ক করে দিয়ে ৬ দফা সুপারিশ দেয় আদালত।
তবে রায়ে অসন্তুষ্ট আসামীপক্ষ জানায় আপিলের সিদ্ধান্ত।
তবে শুধু রায় নয় আসামীদের দণ্ড কার্যকর হলেই সন্তুষ্ট হবেন-বলে জানান মাহফুজা চৌধুরীর স্বজনরা।
এদিন মৃত্যুদণ্ডের সাজার পাশাপাশি দুই আসামীকে আরো ৭ বছরের কারাদণ্ড অনাদায়ে ৬ মাসের জেলের সাজাও দেন বিচারক আবু জাফর মো: কামারুজ্জামানের আদালত।