ইতালির বিপক্ষে দল ঘোষণা করেছে আর্জেন্টিনা
- আপডেট সময় : ০৩:৩১:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
ইতালির বিপক্ষে হতে যাওয়া ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। ১ জুন লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে উয়েফা কাপ অব চ্যাম্পিয়ন্স ম্যাচে মুখোমুখি হচ্ছে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন ইতালি।
লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনার এই স্কোয়াডে জায়গা পেয়েছেন চোটে জর্জরিত ক্রিস্টিয়ান রোমেরোও। জানা গেছে টটেনহ্যাম হটস্পারের হয়ে বাকি মৌসুমে আর খেলা হচ্ছে না তার। তবে জাতীয় দল তার ওপর এখনো ভরসা রাখছে। এছাড়া ইতালির হয়ে খেলার গুঞ্জন ছিল আর্জেন্টিনার ফুটবলার মার্কোস সেনেসির। তবে সব গুঞ্জন উড়িয়ে শেষ পর্যন্ত নিজ দেশের হয়েই মাঠে নামছেন। বর্তমানে ডাচ ক্লাবে খেলা এই ডিফেন্ডার প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার স্কোয়াডে। এছাড়া চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা পিএসজি মিডফিল্ডার পারেদেসকেও স্কোয়াডের অন্তর্ভুক্ত করেছেন লিওনেল স্কালোনি।