ইতালি থেকে ভারতে আসা ১৭৩ যাত্রীর শরীরে করোনা শনাক্ত
- আপডেট সময় : ১০:১৬:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ইতালি থেকে একটি ফ্লাইটে ভারতে আসা ১৭৩ যাত্রীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। দুই দিনের ব্যবধানে দেশটিতে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটলো। শুক্রবার রোম থেকে আসা পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করা ফ্লাইটে ২৮৫ যাত্রীর মধ্যে ১৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, করোনা শনাক্তের পর ফ্লাইটের যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য নিজ বাড়িতে পাঠানো হয়েছে। এর আগে ইতালির মিলান থেকে অমৃতসরে আসা একটি ফ্লাইটের ১৬০ যাত্রীর মধ্যে ১২৫ জনের করোনা শনাক্তের খবর পাওয়া যায়। আক্রান্ত যাত্রীদের হাসপাতালে পাঠানো হয়েছে। ওই রোগীদের মধ্যে ১৩ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ফাঁকি দিয়ে পালিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।ওমিক্রনের ঊর্ধ্বমুখী সংক্রমণ মোকাবিলায় বিদেশ থেকে ভারতে আসা সব যাত্রীর হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে ভারত সরকার। এমনকি বিমানবন্দরে করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখালেও ৭ দিনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। আগামী মঙ্গলবার থেকে দেশটিতে নতুন এ বিধিনিষেধ কার্যকর হবে বলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিকায় জানানো হয়েছে।