ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ
- আপডেট সময় : ০১:২৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
- / ১৮০৭ বার পড়া হয়েছে
ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে স্বাগতিকদের ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা। বাংলাদেশ এই ম্যাচ জিতলেও যুক্তরাষ্ট্র সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।
হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টস হেরে ব্যাট করতে নামে যুক্তরাষ্ট্র। উদ্বোধনী জুটিতে করেন ৪৬ রান। পরে বাংলাদেশি বোলারদের তোপের মুখে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১০৪ রান তুলে স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ১৫ বলে ২৭ রান করেন আন্দ্রিস গাউস। টাইগারদের হয়ে একাই ৬ উইকেট নেন মুস্তাফিজুর রহমান। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করে বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। এই দু’জনের ঝড়ো ব্যাটিংয়ে ৫০ বল হাতে রেখে ১০ উইকেটের জয় পায় সফরকারীরা। তানজিদ হাসান তামিম ৫৮ ও সৌম্য সরকার ৪৩ রান অপরাজিত ছিলেন। টি-টুয়েন্টি ফরম্যাটে এটিই বাংলাদেশের প্রথম ১০ উইকেটের জয়।