ইতিহাস গড়ল আয়ারল্যান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
- / ১৫৩১ বার পড়া হয়েছে
ইতিহাস গড়ল আয়ারল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে আইরিশরা। জ্যামাইকায় তৃতীয় ও শেষ ওয়ানডেতে ক্যারিবিয়দের ২ উইকেটে হারিয়ে ২-১ ব্যাবধানে সিরিজ জিতে আয়ারল্যান্ড।
কিংস্টনে টস জিতে আগে ব্যাট করে ২১২ রানে রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসে ৫৩ রান করেন ওপেনার সাই হোপ। শেষের দিকে জেমন হোল্ডারের ৪৪ রানে দু’শ পার করে ক্যারিবিয়রা। ম্যাকব্রাইন নেন ৪ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি আয়ারল্যান্ডের। প্রথম বলেই ফেরেন ওপেনার উইলিয়াম পোটারফিল্ড। তবে পল স্টার্লিং, অ্যান্ডি ম্যাকব্রাইন ও হ্যারি টেক্টরদের ব্যাটিংয়ে ৩১ বল আগে জয় তুলে নেয় আইরিশরা। স্টার্লিং ৪৪, ম্যাকব্রাইন ৫৯ আর টেক্টর করেন ৫২ রান। ক্যারিবিয়দের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন আখিল হোসেন ও রস্টন চেইজ।