ইতিহাস গড়ল দক্ষিণ কোরিয়ার সিনেমা “প্যারাসাইট”
- আপডেট সময় : ০৮:১০:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯২তম আসরে এসে, দক্ষিণ কোরিয়ার সিনেমা– প্যারাসাইট গড়ল ইতিহাস। এই প্রথম ইংরেজির বাইরে অন্য কোনো ভাষার সিনেমা পেলো সেরা চলচ্চিত্রের অস্কার পুরস্কার। কেবল সেরা চলচ্চিত্র নয়, সেরা নির্মাতার পুরস্কারও পেয়েছেন প্যারাসাইটের পরিচালক বং জুন হো। বিদেশি ভাষার সেরা চলচ্চিত্র ও মৌলিক চিত্রনাট্যের দুটো অস্কারও জিতেছে প্যারাসাইট। প্রতিবছরের মতো এবারও জমকালো আয়োজনের মধ্য দিয়ে ২৪টি বিভাগে পুরস্কার প্রদান করেছে অস্কার।
প্রতিবছর অস্কার নিয়ে যেমন আগ্রহ থাকে শিল্পী, পরিচালক অভিনেতা-অভিনেত্রীদের; তেমনিই আগ্রহ থাকে সিনেমা প্রেমী হাজার কোটি দর্শকের।
এবারেরও জমকালো আয়োজনের মধ্যদিয়ে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার রাতে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে হলো অস্কারের ৯২তম আসর। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ১২৫টি দেশে এটির সরাসরি সম্প্রচার করে।
নানা রঙ-বে-রঙের নজর কাড়া ডিজাইনের পোশাক পড়ে অনুষ্ঠানে হাজির বিশ্বের বিভিন্ন দেশের মডেল, গায়ক, গায়িকা, নায়ক, নায়িকা ও পরিচালকসহ আমন্ত্রিত অতিথিরা। এবারও ২৪টি বিভাগে পুরস্কার প্রদান করে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। আগের আসরের মতো ছিলো না কোন সঞ্চালক। সমবেত তারকারাই ঘোষণা করেন অস্কার বিজয়ীর নাম; তুলে দেন পুরস্কার। সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক চারটি বিভাগে সেরা হয়েছে দক্ষিণ কোরিয়ান ভাষায় নির্মিত‘প্যারাসাইট’। একইসাথে সেরা চলচ্চিত্র বিভাগে অস্কারের ৯২ বছরের ইতিহাসে প্রথম ইংরেজির বাইরে অন্য ভাষার ছবি অস্কার পেলো।
এবার অস্কারের শুরু থেকেই আলোচনায় থাকা টড ফিলিপসের সিনেমা জোকার সেরা চলচ্চিত্রের পুরস্কার জিততে না পারলেও, মূল ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য ঠিকই সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন হোয়াকিন ফিনিক্স। আর মাঝখানে কিছুদিন বিরতি দিয়ে মার্কিন অভিনেত্রী-গায়িকা জুডি গারল্যান্ডের রূপ ধরে জুডি সিনেমায় পর্দায় ফেরা রেনে জেলভেগার জিতে নিয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার।
সহ-অভিনেতা: ব্র্যাড পিট আর সহ-অভিনেত্রী: লরা ডার্ন। সেরা অ্যানিমেটেড ছবি: টয় স্টোরি ফোর, চিত্রগ্রহণ: নাইনটিন সেভেন্টিন, সেরা সম্পাদনা: ফোর্ড ভার্সাস ফেরারি, সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: নাইনটিন সেভেন্টিন, সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: দ্য নেইবারস’ উইন্ডো। সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: লার্নিং টু স্কেটবোর্ড ইন অ্যা ওয়ারজোন-ইফ, সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি: হেয়ার লাভ।