ইতিহাস বিকৃতির জন্য বিএনপি দুস্কৃতিকারী দল হিসেবে চিহ্নিত হয়ে থাকবে : তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫৫:৫১ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ইতিহাস বিকৃতির জন্য বিএনপি দুস্কৃতিকারী দল হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। চট্টগ্রামে এমন মন্তব্য করেন তিনি। আর রাজশাহীতে এলজিআরডি মন্ত্রী বিএনপিকে ইউপি নির্বাচনে অংশ নেবার আহ্বান জানিয়ে বলেছেন, নির্বাচন বর্জন করা কোনো গণতান্ত্রিক দলের কাজ নয়।
ইতিহাস বিকৃতির জন্য বিএনপিই দুস্কৃতিকারী হিসেবে চিহ্নিত হয়ে থাকবে, মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় সিটি আউটার রিং রোডের সাইকেল লেইন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এসময় তথ্যমন্ত্রী আরো বলেন,জন্মলগ্ন থেকে ইতিহাস বিকৃতির যে চর্চা বিএনপি করেছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতেও সেই ধারা ধরে রেখেছে তারা।
দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশন বাস্তবায়িত নানা উন্নয়ন প্রকল্প পরিদর্শনে যান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। পরে তিনি বলেন, জনকল্যাণমূলক রাজনীতির জন্য আসন্ন ইউপি নির্বাচনে বিএনপির অংশ নেয়া উচিত।
পরে মন্ত্রী ১৮৯ কোটি টাকা ব্যয়ে রাজশাহীর আলিফ লাম মীম ভাটার মোড় হতে বিহাস পর্যন্ত প্রায় সাত কিলোমিটার ফোর লেন সংযোগ সড়কের উদ্বোধন করেন।
বর্তমান সরকারের আমলে অর্থনৈতিকভাবে দেশ স্বাবলম্বী হয়েছে, জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান বলেছেন, বিশ্বের বুকে উন্নত এক রাষ্ট্রের নাম বাংলাদেশ। দুপুরে জামালপুরের সরিষাবাড়ির দৌলতপুর নিজ বাসভবনে মুজিববর্ষ উপলক্ষে অসহায় নারী ও পুঙ্গদের মাঝে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরিষাবাড়ি উপজেলা নির্বাহী অফিসার শিহাবউদ্দিন আহমেদ, চেয়ারম্যান গিয়াসউদ্দিন পাঠান ও কাউন্সিলর সাখাওয়াত হোসেন মুকুলসহ আরো অনেকেই।