ইথিওপিয়ায় গ্রামে বন্দুকধারীদের হামলায় নিহত শতাধিক
- আপডেট সময় : ০২:৩৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
ইথিওপিয়ার বেনিশ্যাঙ্গুল-গুমুজ অঞ্চলে বুধবার বন্দুকধারীদের গুলিতে শতাধিক লোক নিহত হয়েছেন। দেশটির মানবাধিকার কমিশন এই তথ্য জানিয়েছে।
নৃতাত্ত্বিক সহিংসতায় জর্জরিত হর্ন অব আফ্রিকার দেশটিতে সাম্প্রতিক প্রাণঘাতী সহিংসতায় লোকজন বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছেন। মেটেকেল অঞ্চলের বুলেন কাউন্টিতে বেকোজি গ্রামে এ হামলার ঘটনা ঘটেছে।
অঞ্চলটিতে বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠী বসবাস করেন। আফ্রিকার দ্বিতীয় জনসংখ্যাবহুল দেশটিতে প্রধানমন্ত্রী আবি আহমেদ ২০১৮ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে নিয়মিতভাবে সহিংসতা লেগে আছে। আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের কঠিন মুঠি থেকে গণতান্ত্রিক সংস্কার ত্বরান্বিত করার উদ্যোগ নিয়েছিলেন তিনি। আগামী বছরের নির্বাচন সামনে রেখে ভূমি, ক্ষমতা ও সম্পদ নিয়ে আগে থেকেই ফুঁসতে থাকা উত্তেজনা নতুন করে জ্বলে উঠেছে। গত ছয় সপ্তাহ ধরে উত্তরাঞ্চলীয় টাইগ্রে অঞ্চলে বিদ্রোহীদের বিরুদ্ধে সেনাবাহিনীর লড়াই চলছে।